আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির রোগ মুক্তি কামনায় আলমডাঙ্গা ডিগ্রি কলেজের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ডিগ্রি কলেজের নতুন ভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে পরিচালনা করেন বড় মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য আওরঙ্গজেব মোল্লা টিপু, শাহ আলম, মজিবর রহমান, হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হাসান বাচ্চু, সহকারী অধ্যাপক আবু মোনায়েম, আলম হোসেন, প্রভাষক শরীয়ত উল্লাহ, তাপস রশিদ, মহিতুর রহমান, আদিনুর রহমান, মনিরুজ্জামান,আব্দুস সেলিম, মাকসুদুর রহমান, রাশেদুল কবীর, গোলাম সরোয়ার, মাহবুব আলম, গোলাম মোস্তফা, মাহফুজুর রহমান, আবদুল ওয়াদুদ, আবদুল মালেক, রাশেদুল মমিন, আবুল হাসান, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সম্পাদক সেলিম রেজা তপন, কলেজ স্টাফ নজরুল ইসলাম, ফিরোজ, খালিদ হোসেন প্রমুখ।