স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার বিনোদপুরের প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে শায়েস্তা হলেন কুষ্টিয়ার ইবি থানার লাল মোহাম্মদ। দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কের এক পর্যায়ে গত মঙ্গলবার গভীর রাতে গোপনে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকলে পরিবারের লোকজন দেখে ফেলেন। রাতেই প্রেমিক লাল মোহাম্মদকে বেঁধে উত্তম–মধ্যম দিয়ে সকালে আলমডাঙ্গা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গার ডাউকী ইউনিয়নের বিনোদপুর গ্রামের প্রবাসী আনিসের স্ত্রী এক সন্তানের জননী তহমিনা খাতুনের (২৮) সাথে পরোকীয়ার সম্পর্ক গড়ে উঠে কুষ্টিয়া জেলার ইবি থানার আসাননগর গ্রামের হাশেম আলীর ছেলে লাল মোহাম্মদের (২৫) সাথে। তহমিনা খাতুন ইবি থানার বামুনগাড়ি গ্রামের মজিবর রহমানের মেয়ে। একই এলাকায় বাড়ি হওয়ায় খুব সহজেই তাদের মধ্যে পরোকীয়ার সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ কয়েক বছর তাদের এ পরোকীয়া সম্পর্ক। গত মঙ্গলবার রাত ১১টার দিকে প্রেমিক লাল মোহাম্মদ প্রেমিকা তহমিনার শ্বশুরবাড়ি আলমডাঙ্গার বিনোদপুর গ্রামে আসেন। চুপিসারে প্রেমিকার ঘরে ঢোকেন। কিন্তু বিধি বাম। এতোরাতে প্রবাসীর স্ত্রীর ঘরে হঠাত আলো জ্বলতে দেখে ও ঘরের ভেতর থেকে দুজনের কথা বলাবলি ও হাসির শব্দ শুনে পরিবারের অন্যদের সন্দেহ হয়। তারা তহমিনার ঘরের জানালার ফাঁক দিয়ে দেখেন পরোকীয়াজুটিকে। রাতেই আটকে উত্তম–মধ্যম দেন প্রেমিক প্রবর লাল মোহাম্মদকে। সারারাত বেঁধে রাখেন। পরে গতকাল বুধবার সকালে আলমডাঙ্গা থানা পুলিশের হাতে তুলে দেন।