খেলা-ধূলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল : চুয়াডাঙ্গায় ভাষা দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: ‘খেলা-ধূলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগান সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তজার্তিক মাতৃ ভাষা দিবস  দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা প্রভাতী স্কুল পাড়ায় ৭ জুটির এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আঞ্চলিক পাসপোর্ট অফিস চুয়াডাঙ্গা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যৌথভাবে প্রতিযোগিতার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিকচালক এসএম সানী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আসলাম হোসেন, ডাচবাংলা ব্যাংকের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, সদর উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম ও বিশিষ্ঠ ঠিকাদার আবুল কালাম।  প্রতিযোগিতার উদ্বোধনী দিনে আব্দুর রাজ্জাক জুটি ২-১ সেটে বাহাউল ইসলাম জুটিকে পরাজিত করে শুভ সুচনা করেন।