আলমডাঙ্গা ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে ২ দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান মাদককে না বলতে বেশি বেশি খেলাধুলার প্রয়োজন

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে ২ দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৭’র ১ম দিনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে টুর্নামেন্ট উদ্বোধন করে জেলা পরিষদের চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ সামসুল আবেদীন খোকন। এ সময় তিনি বলেন, মাদককে না বলতে বেশি বেশি খেলাধুলার প্রয়োজন। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকে। আমি আলমডাঙ্গার যেকোনো উন্নয়নমুখি কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চাই। পথভ্রষ্ট যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে বিপথ থেকে সুপথে আনার চেষ্টা করবো। আমি তোমাদের এই উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করলাম। ঢাকায় যখন বিপিএল বা অন্যান্য খেলা হয় আমি প্রায়ই খেলা উপভোগ করে থাকি। আলমডাঙ্গায় খেলাধুলা ও সাংস্কৃতিক পরিমন্ডলকে ঢেলে সাজাতে সর্বাত্মক সহযোগিতা করার আশ^াস দেন জেলা পরিষদ চেয়ারম্যান। আলমডাঙ্গা ব্যাডমিন্টন ক্লাবের উপদেষ্টা আবুল কালাম আজাদ বেল্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান ও আলমগীর হোসেন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মাবুদ, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, সাবেক উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মীর গোলাম মোস্তফা মোহর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোস্তাফিজ মাসুদ, আমজাদ হোসেন সজিব, দীপক মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, শাহিন রেজা শাহিন, জেলা যুবলীগের সাবেক সদস্য সাদেকুর রহমান পলাশ, সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাফসির আহমেদ লাল, সাবেক সম্পাদক শরিফুল ইসলাম রিফাত ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান মিজান। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে আলমডাঙ্গা বনাম ভেড়ামারা। খেলা পরিচালনা করেন তৌহিদুল ইসলাম ও শেখ শহিদুল্লাহ দুলু। ১ম দিন ১২ দলের খেলা অনুষ্ঠিত হয়। আজ বুধবার জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।