আলমডাঙ্গায় উপজেলা পর্যায়ের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংষ্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় উপজেলা পর্যায়ের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবলমাঠে সকালে উদ্বোধন ও বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী রাসেল, উপজেলা শিক্ষা অফিসার আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, নাগদা ইউপি চেয়ারম্যান দারুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার নূর ইসলাম। সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন, সৈয়দ মাসুদুল ইসলাম, ছবির উদ্দিন, সাহরিয়ার কবীর, শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সাধারণ সম্পাদক আলম হোসেন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি জাকির হোসেন, প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, জামাল উদ্দিন, নাসির উদ্দিন এটম, হাসান শরীফ, সহকারী শিক্ষক মোল্লা ফেরদৌস রিজভি। এছাড়াও আলমডাঙ্গা উপজেলার মোট ১৫টি ইউনিয়ন ও আলমডাঙ্গা পৌরসভার সকল শিক্ষক ও শিক্ষার্থীগণ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সর্বমোট ৭৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের জেলা প্রশাসক সায়মা ইউনুস পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, অনুষ্ঠানের প্রথম অধিবেশন  সকাল ৯টায় আলমডাঙ্গা বি-টিম ফুটবলমাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দীন। এ সময় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বলেন, আলমডাঙ্গা উপজেলার ছেলে-মেয়েরা জেলার প্রতি কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করে চলেছে। জাতীয় পর্যায়ে পরপর তৃতীয় বার প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছে। তাই আমি আলমডাঙ্গার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানাই।