মহেশপুর প্রতিনিধি: গত ২৯ জানুয়ারি মহেশপুর পিআইও অফিসের টেন্ডার লটারির ২ কোটি ৭২ লাখ টাকার কাজ হট্টগোলের কারণে স্থগিত হওয়া ৩ গ্রুপের কাজ গতকাল রোববার সকালে লটারি সম্পন্ন করা হয়েছে। টেন্ডার কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পিআইও মেহেরুননেছা, কৃষি অফিসার আবুল তালহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, সমাজসেবা অফিসার জুলফিকার আলী, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। ৩ নং গ্রুপটি পায় মহেশপুর বিশ্বাস কনস্ট্রাশন, ৫নং গ্রুপের কাজটি পায় কালীগঞ্জ রেখা কনস্ট্রাকশন, ৯ নং গ্রুপের কাজটি পায় কুষ্টিয়ার খান কনস্ট্রাকশন। স্থানীয় ঠিকাদারগণ জানান, গতদিন হট্টগোল হলেও আজ শান্তিপূর্ণ ও ফেয়ার হয়েছে।