চুয়াডাঙ্গার খেজুরা মাঠে পূর্বশত্রুতার জের ধরে মালটা বাগান কেটে তছরূপ

 

পদ্মবিলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের খেজুরা মাঠে পূর্বশত্রুতার জেরে ১০ কাঠা জমির মালটা বাগানের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিন গতরাতে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নের খেজুরা গ্রামের মাহাত্তাব জোয়ার্দ্দারের ছেলে মাহাবুল হক মনার ১০ কাঠা জমির মালটা গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। মালটা চাষি মাহাবুল হক মনা জানান, গত ৪ বছর আগে পদ্মবিলা ইউনিয়ন উপসহকারী কৃষিকর্মকর্তা আ. করিমের পরামর্শে ২য় শস্য বহুমুখিকরণ প্রকল্পের মাধ্যমে ১০ কাঠা জমিতে মালটা চাষ করেন। মাহাবুল হক মাথাভাঙ্গাকে বলেন, গত বৃহস্পতিবার গ্রামের আকালী জোয়াদ্দারের ছেলে নিজামের কিছু ছাগল বাগানে ঢুকে অনেক মালটা গাছ বিনষ্ট করে। ছাগল যাওয়া নিয়ে নিজামের সাথে কথা কাটাকাটি হয়। মাহাবুল হক মনার অভিযোগ নিজামই তার বাগান কেটেছে বলে জানান। গ্রামে বিচার সুষ্ঠুভাবে না পেলে তিনি চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করবেন বলে জানান।

 

Leave a comment