আলমডাঙ্গার কেদারনগর গ্রামের কৃষক শাফায়েত হোসেনের সংবাদ সম্মেলন

 

আলমডাঙ্গা ব্যুরো: ষড়যন্ত্র করে নিজের জমির কিছু ভুট্টাক্ষেত কেটে প্রতিপক্ষকে শায়েস্তা করার চক্রান্তের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গার কেদারনগর গ্রামের কৃষক শাফায়েত হোসেন। একই গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে চুন্নু মণ্ডল এই হীন ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছেন।

নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পঠিত লিখিত বিবৃতিতে কেদারনগর গ্রামের মৃত আকছেদ আলীর ছেলে শাফায়েত হোসেন উল্লেখ করেন, ইউপি নির্বাচনোত্তর ষড়যন্ত্র ও সহিংসতার শিকার তিনি ও তার পরিবার। লাগাতার তাদের বিরুদ্ধে প্রতিপক্ষ নানা ষড়যন্ত্র করে চলেছে। দিচ্ছে মিথ্যা মামলা। গত বছর ৯ জুন প্রতিপক্ষ শুকুর আলীর ছেলে আলমগীর হোসেন তার নিজ পানবোরোজের বেড়াই আগুন লাগিয়ে শাফায়েত ও তার পরিবারের অন্যান্য সদস্যের নামে মিথ্যা অভিযোগ করে। শেষ পর্যন্ত সে ষড়যন্ত্র ফাঁস হয়ে পড়লে নতুন করে ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। শেষে গত ৪ ফেব্রুয়ারি শনিবার শাফায়েত ও তার পক্ষকে ফাঁসাতে চুন্নু মণ্ডল নিজ ভুট্টাক্ষেতের কয়েকটি গাছ কাটে অভিযোগ তোলে শাফায়েত পক্ষের বিরুদ্ধে। এমনকি তারা এই মিথ্যা অভিযোগ তুলে আলমডাঙ্গা থানায় শাফায়েত, তার ছেলে বিদ্যুত হোসেন ও ভাইয়ের ছেলে ডালিম হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। বার বার প্রতিপক্ষ চুন্নু মণ্ডলের এমন হীন ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।