মেহেরপুর অফিস: খুলনা বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায়/২০১৭’র ক বিভাগে উপস্থিত অভিনয়ে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে আবারও কৃতিত্ব দেখিয়েছে মায়শা ফারজানা ঐশি। এর আগে জেলা পর্যায়ে কবিতা আবৃত্তি ও উপস্থিত অভিনয়ে মায়শা ১ম স্থান অধিকার করে। গত বছরেও (২০১৬ সালে) জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে মায়শা কবিতা আবৃত্তি এবং উপস্থিত বক্তৃতায় ২য় স্থান অধিকার করেছিলো। গত বৃহস্পতিবার খুলনা বিভাগীয় পর্যায়ে যশোর জেলা স্কুলে অনুষ্ঠিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় উপস্থিত অভিনয়ে ক-বিভাগে ১ম পুরস্কার অর্জন করে মায়শা। অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক ড. মোঃ হুমায়ন কবীর-এর কাছ থেকে পুরস্কার ও সনদ পত্র গ্রহণ করে মায়শা ফারজানা ঐশি।
মায়শা ফারজানা ঐশি এর আগে বিভিন্ন সময়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে পুরস্কার অর্জন করে। মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী মায়শা ফারজানা ঐশি তার অনুভূতি জানাতে গিয়ে বলে, ছোটবেলা থেকেই কবিতা, অভিনয়, ছবি আঁকা আমার ভালো লাগতো। সেই ভালো লাগা থেকেই আমি উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং অসংখ্য পুরস্কার পেয়েছি। এক পর্যায়ে বিভাগীয় পর্যায়েও অংশগ্রহণ করে বেশ কয়েকবার পুরস্কার অর্জন করি। আগামীতে জাতীয় পর্যায়ে পুরস্কার আনতে পারবো বলে আমি আশাবাদী। মূলত আমার মা রোকসানা পারভীনের উৎসাহে আমি এতদুর পৌঁছিয়েছি, সেই সাথে আমার সাংবাদিক পিতা জিএফ মামুন লাকীসহ আমার শিক্ষকরা আমাকে সহযোগিতা করেছেন। আগামীতে জাতীয় পর্যায়ে পুরস্কার পেতে সকলের কাছে দোয়া কমনা করেছে মায়শা ফারজানা ঐশি।