ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে দেশীয় তৈরির ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলিসহ ৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার গান্না ও কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- সদর উপজেলার রামনগর গ্রামের বিমল কর্মকারের ছেলে সুভাষ কর্মকার (৩০), চুটলিয়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে জাহিদুল ইসলাম ওরফে লাইফ (২২), কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের মজনু সর্দ্দারের ছেলে সাগর সর্দ্দার (২৬) ও একই গ্রামের আসাদুল মণ্ডলের ছেলে হাসান মণ্ডল (২৮)।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন জানান, কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামে সন্ত্রাসীরা নাশকতা মূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সে সময় আটক করা হয় সুভাষ কর্মকার নামের একজনকে। পরে স্থানীয়দের উপস্থিতিতে তার দেহ তল্লাশী করে জব্দ করা হয় ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি। পরে তার স্বীকারোক্তি মোতাবেক সাগর সর্দ্দারকে তালিনা গ্রাম থেকে ও লাইফ এবং রুবেলকে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা ওই এলাকায় ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলো বলে জানায় পুলিশ।