কৃষিবান্ধব সরকারের জন্যই আজ কৃষি এতো এগিয়ে

 

আলমডাঙ্গা ব্যুরো/আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর ব্লকে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে পানচাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে আসমানখালী স্কুলে প্রাঙ্গণে এ সমাবেশে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্পসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ মুনজুরুল হান্নান। এ সময় বলেন, এক মাটিতে বার বার এক চাষ ভালো ফসল হয় না, তাই মাঠি ভালো করে পরীক্ষা করতে হবে এবং পানক্ষেতে, পান লতায় যাতে কোনো আগাছা আক্রমণ না করতে পারে সেদিকে পানচাষিকে নজর রাখতে হবে এবং পানবরজে শুকনো চুন ব্যবহার করতে হবে ও খৈল ভালো করে পচিয়ে দিতে হবে, যাতে অ্যাসিড আক্রান্ত না হয়। পানবরজে বছরে তিনবার মাঠি দিতে হবে। পানচাষকে বাড়াতে কৃষি অফিসের পরামর্শ গ্রহণ করার উপদেশ দেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে বলেন। তিনি আরও বলেন, এদেশের কৃষকের পাশে সবসময় সেবা দানের জন্য ওতপ্রোতভাবে কৃষি সম্প্রসারণ অধিদফতর দায়িত্ব পালন করে আসছে। কৃষিবান্ধব সরকারের জন্যই আজ কৃষি এতো এগিয়ে।

বিশেষ অতিথি ছিলেন যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ চণ্ডিদাশ কুণ্ডু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নির্মল কুমার দে, মেহেরপুর বাড়াদী হর্টিকালচার সেন্টারের উপপরিচালক জাহিদুল আমিন, মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক রুহুল কবীর, সদর উপজেলা কৃষি অফিসার আবু তালহা মাশরুর, গাংনী ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু। স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম হাসিবুল হাসান। উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নানের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, সামিদুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুল হান্নান, লিটন আলী, আফজাল মাহমুদ, আখের আলী, মতিয়ার রহমান, সহিদ আল বাসেদ, জুলহাস উদ্দিন, মর্তুজা জামান, খাদিমুল বাশার, এবিএম মোমিন অর রশীদ, আ. রফিক, খাদেল সাইফুল্লা রাশেদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসহাবুল হক, কৃষক আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক, নজরুল মুন্সি প্রমুখ।