চুয়াডাঙ্গা বারের সহসভাপতি অ্যাডভোকেট শাহজাহান আলীর স্ত্রী সাহেনা ইসলাম আর নেই

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার বাসিন্দা জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট শাহজাহান আলীর স্ত্রী সাহেনা ইসলাম ঝর্ণা ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে…….রাজেউন)। গতকাল শুক্রবার বাদ আছর জান্নাতুল মাওলা কবরস্থানে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়ে। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৫৪ বছর। মৃত্যুকালে নিহত সাহেনা ইসলাম স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের স্বজনরা জানায়, গত ২৭ জানুয়ারি ডায়াবেটিসসহ শারীরিক অসুস্থতার কারণে সাহেনা ইসলাম স্বামীর সাথে চিকিৎসার জন্য ঢাকায় যান। ঢাকা বনশ্রী এলাকায় মেয়ে তন্বীর বাসায় উঠেন তারা। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সাহেনা ইসলাম ইন্তেকাল করেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মরহুমের মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়। মৃত্যুর খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ আত্মীয়-স্বজনরা মরহুমের চুয়াডাঙ্গা গুলপাড়ায় বাড়িতে ছুটে যান। জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, আলমগীর হোসেন ও এমএম শাহাজাহান মুকুল, সাবেক সেক্রেটারি সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, বারের যুগ্ম সম্পাদক কাইজার হোসেন জোয়ার্দ্দার, মইনুদ্দিন মইনুল, আসম আব্দুর রউফ, হাফিজুর রহমান, আহসান আলী ও ফজলে রাব্বী সাগরসহ মরহুমের আত্মীয়-স্বজনরা ।

Leave a comment