কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে ইদ্রিস আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ১০জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী ওই গ্রামের মৃত গফুর মেম্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জিয়ারখী ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই জের ধরে সকালে জমি ভাগবাটোয়ারা নিয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের গ্রুপের সমর্থক শাহজাহান ইসলাম ও আফজাল হোসেন গ্রুপের সমর্থক ইসমাইলের সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনা ছড়িয়ে পড়লে এক পর্যায়ে উভয়পক্ষ অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু গ্রুপের সংঘর্ষে আফজাল হোসেন গ্রুপের সমর্থক ইদ্রিস আলী ফালার আঘাতে ঘটনাস্থলে নিহত হন। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম জানান, মৃতদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালমর্গে পাঠানো হয়েছে। তাছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘঁটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।