আদালতের প্রতি অনাস্থা জানালেন খালেদা জিয়া

 

স্টাফ রিপোর্টার: জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতের প্রতি অনাস্থা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার ঢাকা তিন নাম্বার বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে দুটি মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে হাজির হয়ে খালেদা জিয়া এ অনাস্থা জানান। দুই পক্ষের আইনজীবীদের তুমুল হট্টগোলের মধ্যদিয়ে গতকাল বিকালে শুনানি শেষ হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত খালেদা জিয়ার কাছে জানতে চান তিনি (খালেদা জিয়া) দোষী না নির্দোষ? সে সময় খালেদা জিয়া আদালতের প্রশ্নের জবাব না দিয়ে বলেন, তার আইনজীবীরা আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। তিনিও আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করছেন।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত আসামিপক্ষের সাফাই সাক্ষ্যের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন। এ মামলার পুনঃতদন্ত চেয়ে খালেদা জিয়ার আইনজীবীদের করা আবেদনের ওপর শুনানি শেষে তা খারিজ করে দেন আদালত। এ ছাড়া আদালতের প্রতি অনাস্থা জানিয়ে খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনও নাকচ করে দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরের বিরতির আগে জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা। তবে চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করলে ওই মামলার শুনানির দিনও আগামী ৯ ফেব্রুয়ারি ধার্য করেন আদালত। দুটি মামলায় আত্মপক্ষ সমর্থনে গতকাল বেলা ১১টা ২৫ মিনিটে আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দেয়ার দিনও ধার্য ছিলো। এর আগে গত সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পুনঃতদন্ত চেয়ে আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। এই আবেদন নিষ্পত্তির আবেদনও করেছিলেন তারা। ওই দিন আদালত ওই আবেদনের ওপর বিস্তারিত শুনানির দিন ধার্য করেন। গতকাল আদালতে খালেদা জিয়া হাজির হওয়ার পর শুরুতে ওই আবেদন নিষ্পত্তির ওপর শুনানি চান তার আইনজীবীরা। তবে আদালত আগে আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষে আবেদন নিষ্পত্তির শুনানি হবে বলে জানান। ওই সময় খালেদা জিয়ার আইনজীবীরা আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেন।

বিরতির পর আদালত আইনজীবীদের অনাস্থা জানিয়ে করা আবেদন নাকচ করে দেন। আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে ৩২ জন সাক্ষীর সাক্ষ্য পড়ে শোনান। ওই সময় খালেদা জিয়ার আইনজীবীরা এর বিরোধিতা করে হইচই শুরু করেন। সাক্ষীদের সাক্ষ্য পড়ে শোনানোর পর আদালত খালেদা জিয়ার কাছে জানতে চান তিনি দোষী না নির্দোষ।