বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম ইঞ্জিনিয়ার মতলেব হোসেন জোয়ার্দ্দারের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলেজ হলরুমে এ দোয়া অনুষ্ঠিত হয়। কলেজেরর অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের দাতা পরিচালনা পরিষদের সদস্য সাবেক চেয়ারম্যান হাজী শাখাওয়াত হোসেন টাইগার। বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও বদরগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য ইঞ্জি. মরহুম মতলেব জোয়ার্দ্দারেরর নিকটআত্মীয় মো. গোলাম রসুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাতা সদস্য সিরাজুল ইসলাম, বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. গোলাম হোসন, মো.সাদ আহমেদ, রাজা মিয়া ও শাহাজন আলি প্রমুখ। অনুষ্ঠান শেষে মহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কলেজের ধর্মীয় শিক্ষক মো. রুহুল আমিন । সার্বিক দায়িত্ব ও পরিচালনায় ছিলেন মো. রুহুল আমিন।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার মতলেব হোসেন জোয়ার্দ্দার ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শ্রীপুরে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৮৪) বছর। মৃত্যুকালে তার সহধর্মিনী ও ছেলেমেয়ে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।