ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কনক কান্তি দাসকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গত বুধবার বিকেলে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের পায়রা চত্বরে এ সংবর্ধনার আয়োজন করা হয়। শুরুতে দুপুরে জেলার সীমান্তবর্তী সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাকে শ শ মোটরসাইকেল ও মাইক্রো নিয়ে শোভাযাত্রা সহকারে হাজার হাজার নেতাকর্মীরা তাকে বরণ করেন। পরে বিকেলে শহরের পায়রা চত্বরে আলোচনাসভার আয়োজন করা হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মোহাম্মদ ওয়াজেদ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জেএম রশিদুল আলম রশিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক এমপি শফিকুল ইসলাম অপু, সহসভাপতি অ্যাড. আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, সদর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম জামান, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল ইসলাম। সংবর্ধিত অতিথি কনক কান্তি দাসকে অভিনন্দন জানাতে সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক নুর এ আলম বিপ্লব বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সদর উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে তাকে অভিনন্দন জানান।
এছাড়া অর্নিবান প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক বিনয় কৃষ্ণ বিশ্বাস, ফজর আলী গার্লস স্কুলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কনক কান্তি দাসকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথি কনক কান্তি দাস তার বক্তব্যে বলেন, ঝিনাইদহ জেলাবাসী আজ আমাকে যেভাবে বরণ করে নিয়েছেন জেলার উন্নয়নের মাধ্যমে তাদের সেই ঋণ পরিশোধ করা হবে। সকলের সহযোগিতা থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে আমি এ জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে পারবো। রাতে দেশের বরেণ্য শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।