চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতে মার্কেট মালিককে জরিমানা

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জের বিদ্যুতের অবৈধ সংযোগের কারণে শকল মার্কেটের মালিক সাইফুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সামসুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।

জানা গেছে, অবৈধ বিদ্যুত ব্যবহার করায় বিদ্যুত আইনে ৩৯/ক ধারায় সাইফুল ইসলামের নিটক থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেন চুয়াডাঙ্গা বিদ্যুত অফিসের সহকারী প্রকৌশলী আব্দুর রহমান ও আহসান হাবিব।

Leave a comment