কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ইফতেকার উদ্দিন (৩০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের নওদা গোপালপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। সে মিরপুর উপজেলার তালবাড়ীয়া গ্রামের হাজ্বী ইয়ার উদ্দিনের ছেলে ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডলের জামাতা।

তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই রেজাউল হক জানান, সকালে ইফতেকার উদ্দিন মোটরসাইকেলে করে তার ছেলেকে নিয়ে কুষ্টিয়ায় স্কুলে নিয়ে যাচ্ছিলেন। উক্ত স্থানে পৌছালে পাবনা থেকে কুষ্টিয়া গামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় সে গুরুত্বর আহত হয়। স্থানীয় তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে হেলিকাপ্টর যোগে ঢাকায় নেয়ার প্রস্তুতিকালে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

Leave a comment