ঝিনাইদহ প্রতিনিধি: জেলা ও বিভাগের বার্ষিক উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি, পর্যালোচনা ও পরবর্তী করনীয় চিহ্নিত করার বিষয়ে ঝিনাইদহে খুলনা বিভাগীয় ইনোভেশন সার্কেল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনারের আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহায়তায় গতকাল বুধবার দিনব্যাপী ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. অরুনা বিশ্বাস, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ, ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক সায়মা ইউনুস। অনুষ্ঠানের শুরুর দিকে ঝিনাইদহ জেলার বাৎসরিক উদ্ভাবনী পরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতী ও পরবর্তী করনীয় উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুর রউফ ম-ল, সদর উপজেলা ভূমি অফিসের উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে উপস্থাপনা করেন সহকারী কমিশনার (ভূমি) উসমান গনি। জেলার প্রশাসনের সমন্বয়ে স্থানীয় উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন, উদ্ভাবনের জন্য মেন্টরিং কার্যক্রম পরিচালনা ও সোস্যাল মিডিয়া ব্যবহার বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ৭ জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।