মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে বিদায়-বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।
আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য ইউনিয়ন আ.লীগের যুগ্মআহ্বায়ক হাসানুজ্জামান হান্নান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লা, অভিভাবক সদস্য ক্বারি নূর হাসান বেলালী, ছিদ্দিক আলী, নূর জাহান ইসলাম, সাবেক মেম্বার হাসেম মাহমুদ, বজলুর রহমান, মতিয়ার রহমান ও সাংবাদিক অনিক সাইফুল। শুরুতেই স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লা। পরে বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের পক্ষে কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখে। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আতিকুর রহমান শাহীন ও গোলাম মোস্তফা। বিদায়ী ও নবীন ছাত্র-ছাত্রীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে মেধার ভিত্তিতে প্রতি শ্রেণিতে ৩ জন ও শ্রেণিতে সর্বোচ্চ উপস্থিতির জন্য ছাত্র-ছাত্রীদের মধ্যে উদ্দীপনা পুরস্কার দেয়া হয়। প্রতি বছরের মতো এবারেও জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিমের সৌজন্যে উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়। পরে ১০ম শ্রেণির ছাত্রী জয়ন্তী অধিকারীর নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদরাসায় ২০১৭ সালে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার সময় মাদরাসা প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উথলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. সালাউদ্দীন কাজল, ইউপি সদস্য মাহাতাব উদ্দীন, মাদরাসা সুপার মাও মো. শরিফুল ইসলাম, সহকারী সুপার মাও মো. আলমগীর হোসেন, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য লুৎফর রহমান লুতু, আব্দুল খালেক প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক মাও. মো. মহিউদ্দীন।
গাংনী প্রতিনিধি জানিয়েছে, নানা আয়োজনের মধ্যদিয়ে মেহেরপুর গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় ও নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র গোলদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার।