স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের গাইদঘাট স্কুলপাড়ার শহিদুল ইসলামের মেয়ে মরিয়ম খাতুন ঢাকায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৫ বছর। কীভাবে তিনি মারা গেছেন তা অবশ্য নিশ্চিত করে জানা যায়নি।
গ্রামের একাধীকসূত্র বলেছে, গতকাল বুধবার ঢাকায় মারা গেলে লাশ নিজ গ্রামে নেয়ার পক্রিয়া করা হয়। মরিয়মের স্বামী সরোজগঞ্জ এলাকার একজন। তার সাথেই সে ঢাকায় গিয়ে কাজ করে পেট চালাতো। কিভাবে কেন মারা গেলো কে জানে?