এবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে নাদালও

 

মাথাভাঙ্গা মনিটর: বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। পুরুষ টেনিসে গতকাল বুধবার তৃতীয় বাছাই মিলোস রাওনিককে সরাসরি সেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেন সাবেক নাম্বার ওয়ান।

এদিন মেলবোর্ন পার্কে শক্তিশালী রাওনিকে মুখোমুখি হন ১৪টি গ্র্যান্ডস্ল্যামের মালিক নাদাল। কানাডিয়ান তারকা রাওনিক শক্তিশালী এ কারণে, যে এ টুর্নামেন্টে তিনিই এখন পর্যন্ত র‌্যাঙ্কিঙের বিচারে সবচেয়ে এগিয়ে ছিলেন। শীর্ষ দুই বাছাই অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচ আরও আগেই বিদায় নিয়েছেন।

ফর্মের কারণে দীর্ঘদিন কোনো মেজর শিরোপার দেখা না পাওয়া নাদালের র‌্যাঙ্কিং ৯।

প্রথম সেটটি ৬-৪ গেমে জিতে নেন ৩০ বছর বয়সী নাদাল। দ্বিতীয় সেটটি অবশ্য টাইব্রেকারের মাধ্যমে ৭-৬ গেমে জেতেন। তবে শেষ সেটটি ৬-৪ গেমে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন। অস্ট্রেলিয়ান ওপেনে এ নিয়ে পঞ্চমবার সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন নাদাল। আর ২০১৪ সালের পর প্রথম কোনো গ্র্যান্ডস্ল্যামের শেষ চারে। সেমিফাইনালের ম্যাচে নাদাল লড়বেন গ্রিগোর দিমিত্রোভের বিপক্ষে।