ডাউকি প্রতিনিধি: আলমডাঙ্গার বাদেমাজু বাদল স্মৃতি একাডেমি ও জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণসহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ডাউকি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, সোহরাব হোসেন সাবু, ইউনুছ আলী, মহি উদ্দিন বিশ্বাস, মসলেম উদ্দিন। শিক্ষক রোকনুজ্জামনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে বরণ, পবিত্র কোরআন তেলাওয়াত ও বিদ্যালয় প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি কামাল হোসেন, ক্রীড়া শিক্ষক মুসফিকুর রহমান।
অপর দিকে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ডাউকি ইউনিয়ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয় প্রাঙ্গণে বিকেল ৩টার দিকে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার ছবির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডাউকি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব তাছলিমা সুলতান। এছাড়াও এ ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন আশরাফুল আলম। সহযোগিতা করেন আবু জাহিদ, মামুন উজ্জ্বল, সিরাজ উদ্দিন।