আজকের শিশুরা জয় করবে দেশ জাতী তথা বিশ্বকে

দামুড়হুদার বড়বলদিয়ায় সীমান্ত কাব মেলার সমাপনিতে এমপি আলী আজগার টগর

দর্শনা অফিস: ৫ম উপজেলা ভিত্তিক ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী সীমান্ত কাব মেলার আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় শুরু হলেও গত মঙ্গলবার সকালে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও আজিজুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। উপজেলা স্কাউটসের আয়োজনে গতকাল বুধবার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে মেলার সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যকালে, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, আজকের শিশুদের সাহসি ও সৃজনশীল করে গড়ে তুলতে হলে স্কাউটিংয়ের কোনো বিকল্প নেই। এ শিশুরাই একদিন আমাদের দেশ গড়ার ভার নেবে। পড়ালেখার পাশাপাশি শিশুদের বিভিন্ন খেলাধূলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। তাহলেই আজকের শিশুরা একদিন জয় করবে দেশ জাতী তথা বিশ্বকে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ মোহাম্মদ ফকরুল ইসলাম, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন, দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্মস্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা বরকত আলী প্রমুখ। ৩ দিনব্যাপী এ সীমান্ত কাব মেলায় উপজেলার ৩৩ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। আজ বৃহস্পতিবার সকালে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শিক্ষার্থীদের বিদায় দেয়া হবে।