স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া এবং স্মরণসভার আয়োজন করেন।
চুয়াডাঙ্গা জেলা বিএনপর আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপি স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ে সন্ধ্যায় জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপি সভাপতি এমএম শাহজাহান মুকুল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপর আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। দোয়া পরিচালনা করেন ওলামাদলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাহবুব।
চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিন্টু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, রজব আলী সুপার মার্কেটে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিকী আবু। প্রধান অতিথি ছিলেন পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি রাফাতুল্লাহ মহলদার, প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণস সম্পাদক আবুল কালাম আজাদ, দফতর সম্পাদক ইয়াসিন কাকন, সহসাধারণ সম্পাদক আবু রায়হান প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা বিএনপি অফিস মিলনায়তানে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলোচনাসভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মেদ বিজন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, বিএনপি নেতা হাজি ফজলুল খান, হাবিব ইকবাল, আব্দুস সামাদ, আবু ইউসুফ, গাজী খাইরুল, মিরন, যুবনেতা জাহিদুল হক জাহিদ, বাবু সাবের, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহাম্মেদ, ছাত্রদল নেতা আহম্মেদ রাজীব খান, সিজার, রাশেদুজ্জামান বাপ্পী, রিমন, মৎসজীবীদল নেতা শাহীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাসাস আহবায়ক প্রভাষক মাহফুজুর রহমান অশেষ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্রের অংশ হিসেবে আরাফাত রহমান কোকোকে অমানসিক নির্যাতন করা হয়েছিলো বলে মন্তব্য করেছেন মেহেরপুর গাংনীর বিএনপি নেতৃবৃন্দ। কোকোর মৃত্যুবার্ষিকী পালনে গতকাল মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, ওয়ান ইলেভেনে যারা দেশ পরিচালনা করেছেন তারা বিএনপিকে ধ্বংসের নীল নকশা তৈরি করেছিলো। বর্তমান ক্ষমতাসীন দল তা বাস্তবায়ন করছে। মানুষের স্বাধীনতা কেড়ে নিয়ে গোটা দেশটাকে জেলখানায় পরিণত করেছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আরেকটি গণজাগরণ সৃষ্টি করতে হবে।
গাংনী উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি রেজাউল হক। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি সভাপতি উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহসভাপতি আব্দুর রউফ, জেলা মহিলা দলের সম্পাদক বানু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, ষোলটাকা ইউপি বিএনপি সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাহারবাটি ইউপি বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দাল হক, উপজেলা বিএনপি দফতর সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাহিদুল ইসলাম ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক, ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, হুমায়ন কবির, জিয়াউর রহমানসহ নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাও. রুহুল আমিন।