ঝিনাইদহের সাগান্নায় অসুস্থ দাদিকে দেখে ফেরার পথে দুর্ঘটনা
ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহের সাগান্নায় অসুস্থ দাদিকে দেখে বাড়ি ফেরার পথে বাস চাপায় মাদরাসার ৪র্থ শ্রেণির ছাত্রী জামেনা খাতুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সাগান্না আমের চারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালককে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামের মিজানুরে রহমানের মেয়ে জামেনা খাতুন (১০) স্থানীয় মাদরাসার ৪র্থ শ্রেণির ছাত্রী। গতকাল মঙ্গলবার বিকেলে জামেনা আমেরচারা বাজারের অদূরে দাদি বাড়ি। অসুস্থ দাদিকে দেখে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে মেহেরপুরগামী এআর পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১৪-১২০৫) একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে ঝিনাইদ সদর হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় মারা যায়। শিশু জামেনার মৃত্যুর খবর গ্রামের পৌঁছুলে স্বজনদের আহজারি এলাকার বাতাস ভারি হয়ে ওঠে।
ডাকবাংলা পুলিশ ফাঁড়ির আইসি খাইরুজ্জামান জানান, শিশু জামেনাকে চাপা দিয়ে চালক পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে। পরে বাসসহ চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।