জামজামির যমুনা মাঠের ৫২ বিঘা বেদখল সরকারি জমি উদ্ধার : ডিসি ইকোপার্ক স্থাপনের উদ্যোগ

 

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গা জামজামি বাজার সড়কের মধ্যবর্তী যমুনার মাঠের ৫২ বিঘা বেদখলীয় সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। গত সোমবার বেলা সাড়ে ১১টায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাদ জাহান ও আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান জামজামি ইউনিয়নের জামজামি মৌজার সোহাগপুর গ্রামের পার্শ্ববর্তী যমুনার মাঠে অবস্থিত ১২৭০ ও ৩৮২৩ দাগের ৫২ বিঘা বেদখলীয় সরকারি জমি উদ্ধার করেন। এ সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস উদ্ধারকৃত এ সরকারি জমি পরিদর্শন করেন। জেলা প্রশাসক দখলদারমুক্ত সরকারি এ জমিতে অত্যাধুনিক ডিসি ইকোপার্ক নির্মাণের ঘোষণা দেন।

জানা গেছে, আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের জামজামি মৌজার যমুনার ৫২ বিঘা জমি ১৯৬২ সালে পানি উন্নয়ন বোর্ড এলাকাবাসীর কাছ থেকে সরকারি ব্যবস্থাপনায় অধিগ্রহণ করে। পানি উন্নয়ন বোর্ডের আওতায় এখানে জিকে ব্রিকস নামে ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করায় এ জিকে ইটভাঁটা সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। সরকারি এ জমি প্রভাবশালী একটি মহল তাদের দখলে নেয়। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের সম্মতিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক  বেদখলী এ সরকারি জমি ১নং খতিয়ানভুক্ত করে তা উদ্ধারের আদেশ দেন। জেলা প্রশাসকের আদেশ মোতাবেক আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল- ইমরান সরেজমিনে গিয়ে গত সোমবার বেলা ১২টায় সরকারের পক্ষে দখল নেন। এ সময় উপস্থিত ছিলেন ১০নং জামজামি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ইউপি মেম্বার নাসিরুদ্দিন, আসমান আলী, শুকুর আলী, মহিলা মেম্বার মোছা. আফরোজা খাতুন,  ইউপি সচিব আলমগীর হোসেন জামজামি ফাঁড়ি পুলিশের টুআইসি জুপিটার,  এএসআই পিয়ারুলসহ সঙ্গীয় ফোর্স। দখলদারগণ শান্তিপূর্ণভাবে সরকারি এ জমি ছেড়ে দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস দুপুর সাড়ে ১২টায় জামজামির যমুনায় উদ্ধারকৃত সরকারি জমি পরিদর্শন করেন। শ শ উৎসুক এলাকাবাসীর মাঝে জেলা প্রশাসক উপস্থিতি এলাকাবাসীর মাঝে উৎসবের আবহ সৃষ্টি করে। এলাকাবাসী জেলা প্রশাসক সায়মা ইউনুসুকে উদ্দেশ্য করে বলেন উদ্ধারকৃত এ সরকারি জমিতে দৃষ্টিনন্দন ডিসি ইকোপার্ক নির্মাণের দাবী জানান।

Leave a comment