চুয়াডাঙ্গার হিজলগাড়ি বিদ্যালয়ের খেলার মাঠ খানাখন্দে ভর্তি : খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের একটিই খেলার মাঠ। মাঠটি খানাখন্দে পরিণত হয়েছে। বিদ্যালয়ের কোমলমতি শিশুরা খেলাধুলা করা থেকে হচ্ছে বঞ্চিত। খেলাধুলা করতে গেলে শিশুদের হাত পা ভাঙার আশঙ্কা রয়েছে বলে অভিভাবক মহল মনে করছে। দ্রুত খেলার মাঠটি খেলা করার উপযোগী করে গড়ে তোলার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ও নেহালপুর ইউনিয়নের হিজলগাড়ি বাজার। আর এ বাজারের উত্তর পাশে রয়েছে একটি মাধ্যমিক ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় দুটিতে প্রায় ১৭শ ছেলে মেয়ে লেখাপড়া করে থাকে। লেখাপড়ার পর অবসর সময়ে বিদ্যালয়ের ছেলেমেয়েরা খেলাধুলা করে থাকে এ মাঠে। অথচ দীর্ঘদিন থেকে খেলারমাঠটি বৃষ্টিতে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ মাঠে বিদ্যালয়ের ছেলেমেয়েসহ হিজলগাড়ি, বলদিয়া এবং নেহালপুর গ্রামের ছেলেরা বিভিন্ন সময় খেলাধুলা করে থাকে। স্থানীয়রা জানান, গত বর্ষা মরসুমে অতিবর্ষণে খেলার মাঠের বিভিন্ন জায়গার মাটি ধুয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্তমানে মাঠে আর খেলার কোনো পরিবেশই নেই। অপরদিকে বিদ্যালয় ছুটির সময় ছেলেমেয়েরা বাড়ি ফেরার সময় দৌঁড়িয়ে এবং বাইসাইকেল করে যাওয়ার সময় খানাখন্দে অনেককেই অসাধনতাবশত পড়ে গিয়ে থাকে। এছাড়াও প্রাথমিক বিদ্যালয় ভবনের পেছনে রয়েছে একটি পুকুর। পুকুর পাড়ে বাঁধ না থাকার কারণে খেলার মাঠটির মাঠি ধুয়ে পুকুরে চলে গিয়েছে। তাই সময় থাকতে খেলার মাঠটি সংস্কার এবং বিদ্যালয়ের পেছনের পুকুর পাড়টি মেরামত করা জরুরি হয়ে পড়েছে। খেলার মাঠটি খেলার উপযোগী করে গড়ে তেলার জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এবং বেগমপুর ইউপি চেয়ারম্যানের সু-দৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।

Leave a comment