দেশ বিদেশের টুকিটাকি : যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ঝড়ে ১৮ জনের মৃত্যু

হলি আর্টিজানের ঘটনা পর্যটন খাতে বিশাল ধস নামিয়েছে : বিমানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, হলি আর্টিজানের ঘটনায় দেশের পর্যটন খাতে এক বিশাল ধস নামিয়েছে। সেটাকে আমরা মোটামুটিভাবে কিছুটা হলেও সামাল দিতে সক্ষম হয়েছি। কিন্তু জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং একই সাথে কিছু কুসংস্কার বাধা হয়ে দাঁড়ায়। এগুলো দূর করতে হবে। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পর্যটনশিল্প সহায়ক স্মারক তৈরির লক্ষ্যে টি-শার্ট বিপণনকারী প্রতিষ্ঠান নিত্য উপহার দেখি বাংলার মুখ শিরোনামে আলোকচিত্র প্রতিযোগিতা শেষে এ পুরস্কার দেয়ার অনুষ্ঠান আয়োজন করে।

 

এমপি মোসলেমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে আওয়ামী লীগ দলীয় এমপি অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক মুক্তিযোদ্ধা। আলোচিত এ মামলার ২৪ জন সাক্ষীর মধ্যে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানও রয়েছে। গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের ২ নম্বর আমলি আদালতে মামলাটি করা হয়।
আদালত সূত্র জানায়, মামলায় মুক্তিযুদ্ধের সময় এক নারীকে ধর্ষণের পর হত্যা এবং ২৫ পুরুষসহ মোট ২৬ জনকে হত্যার অভিযোগ এনে বাদী মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ১৬ জন আসামির নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করেছেন।

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

স্টাফ রিপোর্টার: এম-৫৩ ব্যাচের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জের ধরে এম-৫০ ব্যাচের এক ছাত্রকে মারধরের ঘটনায় সংঘাত এড়াতে ময়মনসিংহ মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ কৃর্তৃপক্ষ। গতকাল সোমবার বিকেলে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান একাডেমিক কাউন্সিলের সভাপতি কলেজ অধ্যক্ষ প্রফেসর আনোয়ার হোসেন ও উপাধ্যক্ষ ডা. ফজলুল হক পাঠান। এদিকে মারধরের ঘটনায় এম-৫৩ ব্যাচের ছাত্র অনুপম দত্ত অর্ঘ, হিমেল এবং এম-৫১ ব্যাচের সিয়ামকে এক বছরের জন্য বরখাস্ত করা হয়েছে।

 

চট্টগ্রামে আদালত ভাঙচুর : দায়ীদের শাস্তি দিতে বার কাউন্সিলকে চিঠি

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে আদালতের এজলাস কক্ষ ভাঙচুরের ঘটনায় দায়ী আইনজীবীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাংলাদেশ বার কাউন্সিলকে চিঠি দিয়েছেন সুপ্রিমকোর্ট। দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা সুপ্রিমকোর্টকে জানাতেও বলা হয়েছে গতকাল সোমবার পাঠানো এই চিঠিতে। বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার বরাবর চিঠিটি পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার সৈয়দ দিলজার হোসেন। গত ১৮ জানুয়ারি মানবপাচার আইনের এক মামলায় গ্রেফতার আইনজীবী ফজলুল কাদের ও তার স্ত্রী ইয়াছমিন আক্তারের জামিন না দেয়ায় চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের এজলাস কক্ষ ও বিচারকের খাস কামরা ভাঙচুর করেন ক্ষুব্ধ একদল আইনজীবী। ঘটনার পরদিন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন। তদন্ত কমিটি সেদিন থেকেই কাজ শুরু করে। বার কাউন্সিলে পাঠানো চিঠিতে ২০০০ সালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীদের আদালত ভাঙচুরের ঘটনায় মামলা এবং দায়ী আইনজীবীদের গ্রেফতারের কথা স্মরণ করিয়ে দেয়া হয়।

 

রেলসেতুতে বাঁশ-কাঠ ব‌্যবহারে ঝুঁকি নেই : মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার: রেলসেতুতে বাঁশের ফালি বা চেরাই কাঠ ব্যবহার নিয়ে ব‌্যাপক আলোচনা ও দুর্ঘটনার শঙ্কা প্রকাশ করা হলেও তা উড়িয়ে দিয়েছে মন্ত্রণালয়। গণমাধ্যমে এনিয়ে সংবাদ প্রকাশের পর সোমবার রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এতে দুর্ঘটনা ঘটার কোনো অবকাশ নেই। সম্প্রতি গণমাধ্যমে খবর আসে, কুড়িগ্রামে রেললাইনে কাঠের স্লিপারের ওপর লোহার পাতের পরিবর্তে বাঁশের ফালি লাগানো হয়েছে। স্লিপার নষ্ট হয়ে যাওয়ায় তার পরিবর্তে ব্যবহার করা হয়েছে গাছের গুঁড়ি। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলসেতুর ওপর স্থাপিত কাঠের স্লিপার যাতে আউট অব স্কয়ার না হয় এবং একত্রে জমা হতে না পারে, এ জন্য কোনো কোনো রেল সেতুতে অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে দীর্ঘদিন থেকে স্থানীয়ভাবে বাঁশের ফালি বা চেরাই কাঠ ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। এসব বাঁশের ফালি বা চেরাই কাঠ ট্রেনের ভার বহনে কোনো ভূমিকা রাখে না এবং শুধু স্লিপারগুলোর আউট অব স্কয়ার এবং একত্রে জমা হওয়ার প্রবণতা রোধ করে। ব‌্যবহৃত বাঁশের ফালি বা চেরাই কাঠ সেতুর মূল কাঠামোর অংশ নয় বলে ট্রেন চলাচলের নিরাপত্তাকে বিঘ্নিত করে না বলে দাবি করেছে মন্ত্রণালয়।

 

প্রেসিডেন্ট ট্রাম্পকে কোরআনের যে দুই আয়াত শোনানো হল

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর আয়োজিত জাতীয় প্রার্থনা সভায় ডোনাল্ড ট্রাম্প পবিত্র কোরআনের দুটি আয়াত শুনেছেন। সূরা হুজরাত ও আর-রূমের আয়াত দুটির মাধ্যমে মানুষের সৃষ্টি, তাদের ভাষা ও জাতীয়তার বৈচিত্র এবং তাকওয়ার (আল্লাহ) স্মরণ করিয়ে দেয়া হয়েছে। স্থানীয় সময় গত শনিবার ওয়াশিংটনে ট্রাম্পের ক্ষমতাগ্রহণ উপলক্ষে আয়োজিত জাতীয় প্রার্থনা সভায় ইমাম মোহাম্মদ মাগিদ এ আয়াত দুটি তেলাওয়াত করেন। ন্যাশনাল ক্যাথেড্রাল নামের এ প্রার্থনা সভায় সব ধর্মের ২৬ জন নেতার অন্যতম ছিলেন ওয়াশিংটনের অল ডালাস এরিয়া মুসলিম সোসাইটির নির্বাহী পরিচালক ইমাম মাগিদ।

 

নারীকে গণধর্ষণ ফেসবুক লাইভে!

মাথাভাঙ্গা মনিটর: মানসিক বিকৃতির বাড়বাড়ন্তে বেহাল মানবিক মূল্যবোধ। প্রযুক্তি ব্যবহার করে এই বিকৃত মানসিকতাকে যেন আরও পৈশাচিক রূপ দিচ্ছে দুর্বৃত্তরা। এমনই রোমহর্ষক ঘটনা ঘটেছে সুইডেনের আপসালা শহরে। সেখানে ফেসবুক লাইভেই এক নারীকে গণধর্ষণ করে তিন যুবক। প্রতিদিনের মতোই ফেসবুকে বিভিন্ন নোটিফিকেশন দেখছিলেন সবাই। এক যুবকের ফেসবুক লাইভের সম্প্রচার দেখে চোখ কপালে ওঠার জোগাড়। লাইভ ভিডিওতে দেখা যায়, ২১ থেকে ২৫ বছর বয়সী তিন যুবক মোবাইলের ক্যামেরার সামনে উদ্দাম নাচানাচি করছে। হঠাৎ দেখা গেল এক নারীকে টেনেহিঁচড়ে, মুখ চেপে একটি ফ্ল্যাটের মধ্যে নিয়ে যায় তারা। যুবকদের একজন বলে উঠলো, এখন তোমাকে ধর্ষণ করা হবে।’ কথাটা বলতে না বলতেই ওই নারীর জামাকাপড় টেনে ছিঁড়ে দেয় তিন যুবক। হঠাৎ বন্ধ হয়ে যায় ভিডিও সম্প্রচার। অবশ্য ধারণা করা হচ্ছিলো, ওই চারজন মিলে দুষ্টমি করছে, উদ্দেশ্য অন্যদের বোকা বানানো। কিন্তু না! মিনিট কয়েক পরই ভুল ভাঙলো। ফের শুরু হলো লাইভ ভিডিও। তিন যুবক ঝাঁপিয়ে পড়লো ওই নারীর ওপর। চললো চরম নির্যাতন। ফেসবুক লাইভেই তাকে গণধর্ষণ করলো তিন লম্পট।

 

অভিনয়কালে গুলিতে অভিনেতা নিহত

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার ব্রিসবেনে মিউজিক ভিডিওতে অভিনয়কালে বুকে গুলিবিদ্ধ হয়ে এক অভিনেতা প্রাণ হারিয়েছে। ব্রিসবেন নগরীর একটি পানশালায় গতকাল সোমবার এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত অভিনেতা জোহন অপনারের বয়স ২৮ বছর। তার বুকে গুলি লাগে। প্রাথমিকভাবে একে কর্মক্ষেত্রের দুর্ঘটনা হিসেবে মনে করা হলেও পুলিশ এ ব্যাপারে ফৌজদারি তদন্ত শুরু করেছে। পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক টম আরমিট সাংবাদিকদের বলেন, একটি দৃশ্যে অভিনেতারা কয়েকটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করছিলেন। নিহত ব্যক্তি ওই দৃশ্যের একজন অভিনেতা।

 

বেশি পোড়ানো পাউরুটি আলুতে হতে পারে ক্যান্সার

মাথাভাঙ্গা মনিটর: পাউরুটি ও আলু আগুনে বেশি না সেঁকে বা ভেজে খাওয়াই ভালো। এসবে বেশি তাপ দিলে সেখান থেকে তৈরি হওয়া অ্যাক্রিলামাইড নামের রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে। যুক্তরাজ্যের একদল খাদ্যবিজ্ঞানী এক গবেষণায় এ কথা বলেছেন। তারা বলছেন, শরীরে ক্যান্সার তৈরির রাসায়নিক গ্রহণের মাত্রা কমাতে পাউরুটি, চিপস ও আলু বাদামি রঙের না করে সোনালি হলুদ করে রান্না করা উচিত যুক্তরাজ্য সরকারের খাদ্যবিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, শ্বেতসার-জাতীয় খাদ্য (পাউরুটি, আলু ) উচ্চ তাপে বেশি সময় ধরে রোস্ট করা, ভাজা বা গ্রিল করার পর অ্যাক্রিলামাইড তৈরি হয়, যা শরীরে ক্যানসার হওয়ার ঝুঁকি তৈরি করে। এ ঝুঁকি কমাতে যুক্তরাজ্যের খাদ্যমান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান দ্য ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি (এফএসএ) বিশেষভাবে পরামর্শ দিয়ে বলেছে, রান্নার সময় সাবধানতার সঙ্গে খাবার বাদামি না করে সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে। যদিও যুক্তরাজ্যের ক্যান্সার নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ক্যানসার রিসার্চ ইউকে বলেছে, মানবশরীরে ক্যানসারের ঝুঁকি তৈরিতে এর যোগসূত্র এখনো প্রমাণ হয়নি।

 

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ঝড়ে ১৮ জনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে একের পর ঝড়ের আঘাতে কমপক্ষে ১৮ জন মারা গেছে। জর্জিয়ার গভর্নর নাথান ডিল দেশটির দক্ষিণাঞ্চল ও কেন্দ্রের সাতটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। খবরে জানানো হয়, নাথান ডিল বিপদ এড়াতে জর্জিয়াবাসীকে নিরাপদে থাকতে বলেছেন। গতকাল রোববার দেয়া সরকারি হিসাব বলছে, জর্জিয়ায় ঝড়ে ১৪ জন মারা গেছে। মিসিসিপিতে গত শনিবার ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এতে চারজন নিহত হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে মিসিসিপিতে ৫০ জনের বেশি লোক আহত হয়েছে। সেখানে ৪৮০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।