জীবননগর সীমান্ত ইউনিয়ন প্রবীণ সামাজিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

জীবননগর ব্যুরো: জীবননগর সীমান্ত ইউনিয়নের শাখারিয়া পিচমোড়ে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও পিকেএসএফের সহোযোগিতায় প্রবীণ সামাজিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রবীণদের মাঝে শীতবস্ত্র এবং উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেণ ও প্রবীণদের হাতে শীতবস্ত্র এবং উপকরণ তুলে দেন।

সীমান্ত ইউনিয়ন প্রবীণ সামাজিক কমিটির সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীন ময়েন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস শুকুর ও সাংগঠনিক সম্পাদক শওকত আলী। ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধর উপস্থাপনায় এছাড়াও সীমান্ত ইউপি সদস্য আব্দুল কাদের, ইমাদ উদ্দিন, সীমান্ত ইউপির সাবেক সদস্য জাকির হোসেন, সীমান্ত ইউনিয়ন প্রবীণ সামাজিক কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক বক্তব্য রাখেন । অনুষ্ঠানে ইউনিয়নের ৬৫ জন প্রবীণের মাঝে শীতবস্ত্র ও উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ২০ জনকে কম্বল, ২০ জনকে ছাতা, ২০ জনকে কমোড চেয়ার এবং ৫ জনকে লাঠি দেয়া হয়। এ ছাড়াও ১১ জন সর্বোচ্চ বয়স্কদের মাঝে ২ হাজার ৫শ টাকা করে এককালীন অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ওয়েভ কর্মকর্তা ইসরাত জাহান ফারজানা, লিটন ও পাপিয়া।