চুয়াডাঙ্গায় ব্যাংকার্স ফোরাম’র কমিটি গঠন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের ১৭টি ব্যাংকের ম্যানেজার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট ‘ব্যাংকার্স ফোরাম’ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসার মো. মনিরুজ্জামানকে সভাপতি ও জনতা ব্যাংকের ম্যানেজার মীর্জা তারেক আহমেদকে সাধারণ সম্পাদক মনোনিত করে ‘ব্যাংকার্স ফোরাম’ গঠন করা হয়। এই ফোরামে শাহজালাল ইসলামী ব্যাংক ব্যতীত সকল ব্যাংকের ম্যানেজার ও প্রতিনিধিদের সমন্বয়ে নির্বাহী পরিষদ গঠন করা হয়। সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আমির হোসেন। এছাড়া সকল ব্যাংকের ম্যানেজার ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি বিকেলে সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসে ডিজিএম মো. আমির হোসেনকে প্রধান উপদেষ্টা ও এজিএম দিব্যেন্দু দাস, জনতা ব্যাংক এরিয়া অফিস চুয়াডাঙ্গার এজিএম গোলাম মোস্তফা, বাংলাদেশ কৃষি ব্যাংক আঞ্চলিক অফিস কার্যালয়ের এজিএম মো. ফারুকুজ্জামান, আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ের এজিএম মো. শামসুল আলম এবং সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার এজিএম মো. মাহবুবুর রহমানকে তাদের সকলের উপস্থিতিতে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও মো. মনিরুজ্জামানকে আহ্বায়ক করে সকল ব্যাংকের ম্যানেজার ও ২ জন করে প্রতিটি ব্যাংকের প্রতিনিধিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১৮ সদস্য বিশিষ্ট ‘ব্যাংকার্স ফোরাম’ চুয়াডাঙ্গার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রসঙ্গত, কিছুদিন আগে চুয়াডাঙ্গায় ‘ব্যাংক ম্যানেজার্স ফোরাম’ নামের সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।