স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতনিধি সাংবাদিক নাজমুল হুদার মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন করেছে। গতকাল রোববার সারাদেশে মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
চুয়াডাঙ্গার সাংবাদিক সমাজের ব্যানারে শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক জেড আলম, মরিয়ম শেলী, রিচার্ড রহমান, জাহিদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও রিমান্ডের নামে পুলিশী নির্যাতন বন্ধ করে সাংবাদিক নাজমুল হুদার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর সাংবাদিক সমাজের আয়োজনে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন অরন্য ও কামারুজ্জামান খান, বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, কালের কন্ঠের ইয়াদুল মোমিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, রুহুল কুদ্দুস টিটো, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগান্তরের তোজাম্মেল আযম, জি টিভির রফিকুল আলম, মাথাভাঙ্গার মহাসিন আলী, সময় টিভির মীর সৈয়দ আলী চন্দন প্রমুখ। এছাড়াও মানববন্ধনে এতকত্তা প্রকাশ করে অংশগ্রহণ করে সুজন, মানবিধিকার সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন।