মাদক ব্যবসার টাকা না দেয়ায় পিটিয়ে পা ভেঙে দেয়া হলো স্ত্রীর

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিপুর গ্রামে মাদকব্যবসায়ী স্বামীকে পিতার বাড়ি থেকে টাকা এনে দিতে রাজি না হওয়ায় পাষ- স্বামী ও তার পরিবারের সদস্যরা  গৃহবধূ মাহিদা খাতুনকে (২৩) পিটিয়ে তার পা ভেঙে দিয়েছেন। নির্যাতনের শিকার গৃহবধূকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।
এলাকাবাসী সূত্র জানান, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিপুর গ্রামের জামির আলীর ছেলে শাহিনের (৩০) সাথে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের তৈলটুপি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে মাহিদা খাতুনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে সাড়ে ৪ বছরের পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে শাহিন ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে গৃহবধূ মাহিদার ওপর নানাভাবে অত্যাচার-নির্যাতন করে আসছে বলে অভিযোগ রয়েছে।
মাহিদার পিতা শহিদুল ইসলাম জানান, শাহিন যৌতুকের দাবিতে নানাভাবে মাহিদার ওপর অত্যাচার-নির্যাতন করে আসছিলো। মেয়ের সুখের কথা চিন্তা করে সাধ্যমত কয়েক দফায় নগদ টাকাসহ লক্ষাধিক টাকা আসবাবপত্র দিয়েছি। কিন্তু তারপরও শাহিন ও তার পরিবারের লোকজন আমার মেয়েকে নির্যাতন করতে থাকে। সম্প্রতি শাহিন আমাদের নিকট এক লাখ টাকা দাবি করে বসে। আমার মেয়ের নিকট জানতে পারি সে ওই টাকা নিয়ে ফেনসিডিল ব্যবসা করবে। তাকে টাকা দিতে অস্বীকার করায় মাহিদার ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। এ অবস্থায় গত শুক্রবার দুপুরের দিকে শাহিন তার বাবা জামির আলী, মা সবেদা খাতুন ও বোন বিউটি মাহিদাকে মারপিট করে মারাত্মকভাবে আহত করে তার ডান পা ভেঙে দিয়ে বাড়িতে আটকিয়ে রাখে। খবর পেয়ে গতকাল রোববার মেয়েকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a comment