মেহেরপুরে ডুসিনি মাসকুলার ডিসট্রোফি রোগ! আক্রান্ত ৩ রোগীর চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে দুরারোগ্য ব্যাধি ডুসিনি মাসকুলার ডিসট্রোফি রোগে আক্রান্ত ৩ রোগীর চিকিৎসার জন্য ৩ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করেছেন সিভিল সার্জন। গতকাল রোবরার বেলা ১১টার দিকে সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানার নেতৃত্বে ওই টিম পৌঁছায় তাদের বাড়িতে। সেখানে তাদের খোঁজ খবর নেন তারা। এ সময় চিকিৎসাপত্রগুলো পর্যবেক্ষণ করেন। মেডিকেল টিমের সদস্যরা হলেন- মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট আশিষ কুমার দেবনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. অলোক কুমার দাস, মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও এবং শিশু বিশেষজ্ঞ ডা. এহসানুল কবীর।

সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা জানান, এটি জিনগত সমস্যা। এ রোগের কোনো চিকিৎসা নেই। এর আগে জেলা থেকে একটি মেডিকেল টিম গঠন করে তার রিপোর্ট স্বাস্থ্য বিভাগে পাঠানো রয়েছে। তবে এ মেডিকেল টিমের মাধ্যমে তাদের সার্বক্ষণিক চিকিৎসা প্রদান করা হবে।

Leave a comment