সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২ দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি মজিবর রহমান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলি আহম্মদ হাসানুজ্জামান মানিক, চুয়াডাঙ্গা বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান লাভলু, চুয়াডাঙ্গা জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি হাজি বজলুর রহমান, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, চুয়াডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ নুর হোসেন, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, ডিঙ্গেদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুল ইসলাম, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ, গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুল ইসলাম, সরোজগঞ্জ বাজার কমিটির সহসভাপতি হাজি আব্দুর রহমান ছব্দুল, প্রতিষ্ঠাতা দাতা সদস্য নাসির উদ্দিন, মোশারেফ হোসেন, পরিচালনা কমিটির সদস্য আশিকুর রহমান, জাহাঙ্গীর আলম, নাসির উদ্দিন, আব্দুল মান্নান, জিল্লুর রহমান শিউলী খাতুন। যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, আক্তার হোসেন, রানা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক গোলজার হোসেন ও শফিকুল ইসলাম রাজু।

Leave a comment