কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা মিশন পল্লির বীর মুক্তিযোদ্ধা স্টিফান গগণ সরকার মারা গেছেন। গত শুক্রবার দুপুরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। গতকাল শনিবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় তার সমাধি সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা স্টিফান গগণ সরকার কার্পাসডাঙ্গা মিশন পল্লির মৃত মনরতন সরকারের ছেলে। গত শুক্রবার দুপুরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল শনিবার সকালে তার লাশ কার্পাসডাঙ্গা মিশন পল্লির নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সকাল ১০টায় মিশন পল্লির মিশন মাঠ প্রাঙ্গণে তার লাশ নেয়া হয়। সেখানে তাকে শ্রদ্ধা জানান দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আছের উদ্দীন, কার্পাসডাঙ্গা ফাঁড়ি ইনচার্জ এসআই জিয়াউল হক, পুরোহিত রেভা. অনিল মুরমুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে চুয়াডাঙ্গা পুলিশ লাইন থেকে একদল চৌকস পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে। বেলা ১১টায় ধর্মীয় উপসানালয়ে প্রার্থনা শেষে দুপুর সাড়ে ১২টায় কার্পাসডাঙ্গা মিশন কবরস্থানে তার সমাধি সম্পন্ন করা হয়। তিনি দীর্ঘদিন বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের গাড়ি চালাতেন। সেখানে স্ত্রী এবং ছেলেকে নিয়ে চাকরির সুবাদে বসবাস করে আসছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।