দর্শনা অফিস: দর্শনা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থানের নাম চটকাতলা। জনবহুল এ স্থানটির সড়কের দু পাশে রয়েছে ৮টি বুড়ো চটকাগাছ। এ গাছগুলো অধিকাংশ বড় বড় ডাল শুকিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যা যেকোনো সময় ভেঙে পড়ে প্রাণহানিসহ ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। দ্রুতভাবে গাছগুলোর শুকনো ঝুঁকিপূর্ণ ডাল কাটা প্রয়োজন।
জানা গেছে, দর্শনা পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থান হিসেবে পরিচিতি দর্শনা চটকাতলা নামক স্থানটি। এ স্থানে রয়েছে দর্শনা পৌরসভা কার্যলয়, দর্শনা সরকারি কলেজ, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পুলিশ তদন্ত কেন্দ্র, ডাক বাংলো চত্বর, অডিটেরিয়াম কাম কমিউনিটি সেন্টার, দর্শনা কাস্টমস, টিএনটি অফিস, শিশুসর্গ, পোস্ট অফিস, পশু হাসপাতাল, স্বাস্থ ও পরিবার পরিকল্পনা ক্লিনিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যলয়সহ গুরুত্তপূর্ণ বেশ কয়েকটি অফিস। এ সমস্থ স্থানগুলোতে যাতায়েত করতে হলে প্রথমেই পৌঁছুতে হবে চটকাতলা মোড়ে। যে কারণে সব সময় চটকাতলায় থাকে মানুষের ভিড়ে মুখোরিত। অথচ ওই গুরুত্বপূর্ণ জনবহুল স্থান চটকাতলা মোড়ে এবং প্রধান সড়কের দু পাশে রয়েছে শতবর্ষি ৮ চটকাগাছ। এ গাছগুলোর অধিকাংশ বড় বড় ডালই গেছে শুকিয়ে গেছে। ফলে শুকনো ওই ডালগুলো যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তবুও জীবনের ঝুঁকি নিয়ে চটকাতলায় বেশ কিছু দোকানসহ ব্যস্থতম মানুষের ভিড়ে থাকে জমজমাট অবস্থা। এখনই চটকা গাছের শুকনো ডালাপালাগুলো কেটে ফেলা না হলে যেকোনো সময় ঘটতে পারে প্রাণহানিসহ বড় ধরণের দুর্ঘটনা। এ ব্যপারে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও দর্শনা পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে এলাকাবাসী।