চুয়াডাঙ্গার বিশিষ্ট বীজব্যবসায়ী ইব্রাহিমপুরের আবু জাফর মালিকের ইন্তেকাল : আজ দাফন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদার ইব্রাহিমপুরের বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর মালিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ রোববার সকাল ১০টায় নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে।
আবু জাফর মালিক দেশের বিশিষ্ট শিল্প পতি আলফা এগ্রোসহ বহু প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এআর মালিকের বড় ভাই। বিশিষ্ট বীজব্যবসায়ী আবু জাফর মালিক মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ২ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিলো আনুমানিক ৭৫ বছর। বহুদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। গতকাল মারা গেলে মৃতদেহ ঢাকা থেকে নিজ গ্রাম ইব্রাহিমপুরের উদ্দেশে নেয়া হয়।
মরহুম খলিলুর রহমান মালিকের ছেলে আবু জাফর মালিকের মৃত্যুতে দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন শোক জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামান করেছেন। একইসাথে তিনি শোক সন্তুপ্ত পরিবারের প্রতি জানিয়েছে সমবেদনা।