এই তারকার জন্য পাগল ছিলেন ট্রাম্প!

Cast member Kristen Stewart poses on the red carpet before the screening for the film "Personal Shopper" in competition at the 69th Cannes Film Festival in Cannes, France, May 17, 2016. REUTERS/Yves Herman - RTSEQSX

 

মাথাভাঙ্গা মনিটর: সুন্দরী প্রতিযোগিতার মহাজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নারী-সঙ্গের গল্প যেন শেষ হওয়ার নয়। এতে এবার যোগ হয়েছেন টোয়ালাইট খ্যাত তারকা ক্রিস্টিন স্টুয়ার্ট। ট্রাম্প তার জন্য উন্মাদ ছিলেন বলে বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটিকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন এই টোয়ালাইট তারকা। সহতারকা রবার্ট প্যাটিনসনের সাথে প্রতারণার বিষয়টি ফাঁস হওয়ার পর ক্রিস্টিনকে আক্রমণ করে ২০১২ সালে ট্রাম্পের বেশ কয়েকটি টুইটকে ইঙ্গিত করে তিনি এ দাবি করেন। যুক্তরাষ্ট্রের উটাহর পার্ক সিটিতে সানডেন্স ফিল্ম ফেস্টিভালে এসে প্রথমবারের মতো এনিয়ে মুখ খোলেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী। ট্রাম্পের মালিকানাধীন এনবিসির দ্য সেলেব্রিটি অ্যাপ্রেন্টিস রিয়ালিটি শোর তারকা থাকা অবস্থায় ক্রিস্টিন এমন দাবি করলেন। ক্রিস্টিন বলেন, বছর দুয়েক আগে সে (ট্রাম্প) আমার জন্য পাগল ছিলো, প্রকৃত অর্থেই আমার দিওয়ানা, যাকে উন্মাদ বলা চলে। সদ্য শপথ নেয়া প্রেসিডেন্ট ট্রাম্প ২০১২ সালের অক্টোবর ও নভেম্বরে এই হলিউড তারকাকে নিয়ে পাঁচটি টুইট করেন।

Leave a comment