ইসি সবাইকে সন্তুষ্ট করতে পারে না
স্টাফ রিপোর্টার: নিজেদের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, ‘আমার মতে প্রতিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। আমাদের দেশে রেওয়াজ আছে, যে দল বা যারা হারবেন, তারা ফল মেনে নেন না। নির্বাচন কমিশন সবাইকে সন্তুষ্ট করতে পারে না। গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লা আঞ্চলিক সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী রকিবউদ্দীন আহমদ এসব কথা বলেন। নগরের ছোটরা এলাকায় জেলা নির্বাচন দফতরের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
নিঃশব্দে কাঁদাও যায় না : রিজভী
স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে দেশে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে এখানে নিঃশব্দে কাঁদাও যায় না। কেননা কান্নার আওয়াজেও বিপদ ঘটতে পারে। গতকাল শুক্রবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ ৭৪-৭৫ থেকে গুমের রাজত্ব শুরু করে উল্লেখ করে রিজভী বলেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুম করে পুনরায় গুম-খুন-অপহরণে মেতে ওঠে। আজও বিএনপি নেতা ইলিয়াস আলীর খোঁজ মেলেনি। গত কয়েক বছরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক কাউন্সিলর চৌধুরী আলম, বিএনপি নেতা সুমন, ছাত্রনেতা মুন্না, জাকিরসহ পাঁচ শতাধিক বিএনপি নেতা–কর্মীকে গুম করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজও তাদের কোনো হদিস নেই। তাদের পরিবারের স্বজনেরা এখনো চোখের জলে বুকভরা আশা নিয়ে তাদের প্রতীক্ষায় প্রহর গুনছেন। তিনি বলেন, এখনো প্রতিদিন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিভীষিকা এক ভয়াবহ রূপ লাভ করেছে।
ইজতেমা ময়দান থেকে ১৬৮ রোহিঙ্গা আটক
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে মিয়ানমারের নাগরিক ১৬৮ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। আটককৃতদের আইনি প্রক্রিয়ায় তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইং কমান্ডার মুফতি মাহমুদ খান। আটককৃত অন্যদের রাতেই গাজীপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নড়াইলে সুলতান মেলায় ষাঁড়ের লড়াই
স্টাফ রিপোর্টার: বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাত দিনব্যাপী সুলতান মেলার ষষ্ঠ দিন শুক্রবার দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত জমজমাট ষাঁড়ের লড়াই দেখতে ভিড় করে নড়াইল, খুলনা, মাগুরা ও যশোর জেলার কয়েক হাজার দর্শক। বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশতাধিক ষাঁড় এ প্রতিযোগিতায় অংশ নেয়। সমানে সমানে শুরু হয় দফায় দফায় লড়াই। এ সময় মাঠের চারিপাশে চলতে থাকে উৎসুক দর্শকদের উল্লাস। সকাল থেকেই মাঠের চারপাশে হাজার হাজার দর্শক উপস্থিত হয় এ প্রতিযোগিতা দেখার জন্য। প্রতিযোগিতা শেষে বিজয়ী ষাঁড়ের মালিকদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা।
টিভিতে মগ্ন ডাক্তার, অতঃপর রোগীর মৃত্যু!
স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নুর ইসলাম ভুইয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। শুক্রবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নুর ইসলাম সদর উপজেলার বানিবহ ইউনিয়নের সরাফাত হোসেন ভুইয়ার ছেলে। নুর ইসলামের ছোট ভাই শাহ আলম জানান, শুক্রবার সকাল ৭টার দিকে তার বড় ভাই (নুর ইসলাম) বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজবাড়ী সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ শিকদার টেলিভিশন দেখতে ব্যস্ত ছিলেন। বারবার ডাকা সত্ত্বেও তিনি রোগীর কাছে না এসে এক্স-রে করতে বলেন। এর প্রায় এক ঘণ্টা পর হাসপাতালে কর্মরত নার্স রোগীর প্রেসার মাপতে আসেন। তার কিছুক্ষণ পর নুর ইসলাম মারা যান।
দুই দিন পরে ধ্বংসস্তূপে জীবিত ৮
মাথাভাঙ্গা মনিটর: ইতালিতে ভূমিকম্পের পর তুষারধসে চাপা পড়া রিগোপিয়ানো নামের একটি হোটেলের ধ্বংসস্তূপে আটজনকে জীবিত পাওয়া গেছে। উদ্ধারকারীরা তাদের বরফের নিচে জীবিত খুঁজে পেলেও এখনো উদ্ধার করতে পারেননি। ইতালি গণমাধ্যমের বরাত দিয়ে গত বৃহস্পতিবার বিবিসির খবরে বলা হয়েছে, জীবিত আটজনের মধ্যে দুটি শিশু রয়েছে। ইতালির ফায়ার সার্ভিসের মুখপাত্র লুকা কারি একটি বার্তা সংস্থাকে বলেন, আটজনকে জীবিত পাওয়া গেছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তাদের উদ্ধারের চেষ্টা করছি।
ব্রাজিলে বিমান দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের বিচারক নিহত
মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিলে এক বিমান দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট বিচারক নিহত হয়েছেন। রিও ডি জেনিরোর প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণে পারাতির কাছে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তিওরি জাভাস্কি (৬৮) নামের এ বিচারক ব্রাজিলের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের ব্যাপক দুর্নীতির তদন্ত তদারকির দায়িত্ব পালন করছিলেন। দুর্নীতির ঘটনায় গত দু বছরের বেশি সময়ে তদন্তের অংশ হিসেবে অনেক রাজনীতিবিদকে গ্রেফতার করা হয়। প্রসিকিউটররা বলেন, রাজনীতিবিদরা অনেক অর্থের বিনিময়ে বিভিন্ন বেসরকারি কোম্পানিকে কাজ পাইয়ে দেন। জাকাভাস্কির বিমান প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে সমুদ্রে বিধ্বস্ত হয়। প্রেসিডেন্ট মিশেল তিমার জাভাস্কির মৃত্যুতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। তিনি জাভাস্কিকে খুব ভালো মানুষ হিসেবে উল্লেখ করে বলে, তিনি ছিলেন ব্রাজিলের নাগরিকদের গর্বের প্রতীক।
সিরিয়ায় বিমান হামলায় ৪০ বিদ্রোহী নিহত
মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ায় বিমান হামলায় বিদ্রোহী গোষ্ঠী ফাতেহ আল-শাম ফ্রন্টের ৪০ সদস্য নিহত হয়েছে। এদিকে ঐতিহাসিক নগরী পালমিরায় আইএস জঙ্গিরা ১২ জন সিরীয়কে হত্যা করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলে গত বৃহস্পতিবার রাতে বিমান হামলায় ফাতেহ আল-শাম ফ্রন্টের (আল-নুসরা ফ্রন্ট) ৪০ জিহাদি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একটি শিবিরে ওই হামলা এই হতাহতের ঘটনা ঘটে। মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, আলেপ্পো প্রদেশের পশ্চিমাঞ্চলে ওই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। সাম্প্রতিক কয়েক সপ্তা ফাতেহ আল শাম জিহাদিদের ঘাঁটিতে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী এবং সিরীয় সেনা ও তাদের মিত্র রাশিয়া একাধিক হামলা চালিয়েছে। ব্রিটিশভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থাটি বলছে, যুদ্ধবিমানগুলো রুশ বা জোট বাহিনীর হতে পারে।
কুমির টেনে নিয়ে গেলো তাকে
মাথাভাঙ্গা মনিটর: নদী পার হতে গিয়েছিলেন মধ্যবয়সী এক ব্যক্তি। ১১ ফুট লম্বা একটি কুমির তাকে টেনে নিয়ে যায়। সেখান থেকে দুই কিলোমিটার দূরে তার লাশ মিলেছে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে কাকাডু ন্যাশনাল পার্কের কাছে চ্যাহিল ক্রসিংয়ে। কুমিরটিকে গুলি করে মেরে ফেলা হয়। লোকটি পাশের এলাকার বাসিন্দা। নর্দান টেরিটরি পুলিশ সুপার বব হ্যারিসন বলেন, বৃষ্টির কারণে ওই জায়গায় পানির স্রোত ছিলো। সে কারণে জায়গাটি ঝুঁকিপূর্ণ ছিলো। পার্কের নদী পারের ওই জায়গায় সতর্কবার্তা রয়েছে। তারপরও সেখানে মানুষ গিয়ে বিপদে পড়ে।
ফেসবুক নিয়ে অশান্তি, অতঃপর…..
মাথাভাঙ্গা মনিটর: চার বছর আগে বিয়ে হয় রাকেশ (৩৪) ও সোনালির (২৮)। বেশ ভালোই চলছিলো সংসার। কিন্তু ফেসবুকে সবকিছু শেয়ার করার বাতিক ছিলো সোনালির। শেয়ার করতেন দাম্পত্য জীবনেরও অনেক কিছু। এতেই ক্ষুব্ধ হন রাকেশ। এর জের ধরে হত্যা করেন সোনালিকে, পরে তিনিও আত্মহত্যা করেন। ভারতের পুনে শহরে গত বুধবার এ ঘটনা ঘটে।
আবারও পিপলস চয়েজ প্রিয়াংকা
মাথাভাঙ্গা মনিটর: তেমন জমছিলো না কোয়ান্টিকোর দ্বিতীয় সিজন। টিআরপি নেই বলে টাইম স্লট বদলে দেয়া হয়েছে। নিন্দকরা যা-ই বলুক না কেন, তাতে প্রিয়াংকা চোপড়ার পিপলস চয়েজ অ্যাওয়ার্ডস পাওয়া আটকায়নি। এই নিয়ে দ্বিতীয়বার এই পুরস্কার পেলেন তিনি। কোয়ান্টিকোর জন্যই। বোঝাই যাচ্ছে, হলিউডের মঞ্চে প্রিয়াংকার দর আর কদর দুটোই বাড়ছে। রেড কার্পেটে বোধহয় তিনিই সবচেয়ে বেশিক্ষণ পোজ দিয়েছেন ফটোগ্রাফারদের আবদার মেটাতে। কোয়ান্টিকোর শুট করতে গিয়ে চোট পেয়েছিলেন প্রিয়াংকা। পুরস্কার মঞ্চে উঠে বললেনও সে কথা। একবার তো মনে হয়েছিলো, এই মঞ্চে উপস্থিত থাকতে পারবো না। চোট নিয়ে তিনদিন বাড়িতে বসেছিলাম। এখন একটু নার্ভাসও লাগছে! যদিও প্রিয়াংকার চেহারায় কিন্তু চোটের রেশ পড়েনি। পিঙ্ক ফ্লার্টি ড্রেসে যথারীতি তাক লাগিয়েছেন তিনি!