স্টাফ রিপোর্টার: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের পুনরায় সাক্ষ্য গ্রহণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন খারিজের হাইকোর্টের আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ পেয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সাক্ষরের পর গতকাল বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এই অনুলিপি প্রকাশ করা হয়। আদেশে বলা হয়েছে, ২০০৯ সালের বিধি ৬৮৬ ও ৬৮৭ অনুযায়ী জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা না হলেও ১৮৭৩ সালের শপথ আইনের ১৩ ধারা মতে এসব সাক্ষীর সাক্ষ্য গ্রহনকে অগ্রহণযোগ্য বলা যাবে না।
আর মামলার এ পর্যায়ে এসে ৩২ জন সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণের আবেদনের কোন যৌক্তিকতা দেখতে পাওয়া যায় না। এ কারণে আবেদন সরাসরি খারিজ করা হলো। একইসঙ্গে সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে এসব বিধি বিচারকরা যাতে যথাযথ পালন করেন তা নিশ্চিত করতে আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জিয়া চ্যারিটেবল মামলার রাষ্ট্রপক্ষের ৩২ জন সাক্ষীর সাক্ষ্য পুনরায় নেয়ার জন্য আবেদন করেন খালেদা জিয়া। ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহম্মেদ জমাদার ওই আবেদন খারিজ করে দেন। ওই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করেন খালেদা জিয়া। আবেদনে বিচারিক আদালতের আদেশ বাতিলের পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়। আবেদনে বলা হয়, শপথের বিধান অনুযায়ী যথাযথভাবে সাক্ষীরা শপথ না নিয়েই আদালতে সাক্ষ্য দিয়েছেন। যা আইনানুযায়ী হয়নি। গত ১২ জানুয়ারি হাইকোর্ট ওই আবেদন খারিজের আদেশ বহাল রাখে। গতকাল বৃহস্পতিবার ওই আদেশের অনুলিপি প্রকাশ পেয়েছে বলে জানান দুদক কৌসুলি খুরশীদ আলম খান।