শিশু নির্যাতনের অভিযোগে গাংনীতে গ্রেফতার ৩

 

গাংনী প্রতিনিধি: চুরির অভিযোগে পাউরুটি ফ্যাক্টরির শিশু শ্রমিককে নির্যাতনের অভিযোগে মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে এ অভিযান চালায় গাংনী থানার এসআই শংকর কুমার ঘোষ। গ্রেফতারকৃতরা হচ্ছে- বামন্দীর বিসমিল্লাহ বেকারি মালিক সিঁন্দুরকৌটা গ্রামের গোলাম হোসেন তা তার বেকারি শ্রমিক কাজিপুর গ্রামের সুজন হোসেন এবং কাজিপুর গ্রামের মিজানুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম হোসেনের বেকারির শিশু শ্রমিক মোমিন হোসেনকে (১৩) গত ১৭ জানুয়ারি টাকা চুরির অভিযোগে মারধর করে গ্রেফতারকৃত ৩ জন। তাকে পিটমোড়া দিয়ে বেঁধে বেধড়ক পেটানো হয়। এ ছবি গোপনে কেউ ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়। বিষয়টি নজরে পড়ে গাংনী থানা পুলিশের। এ ছবির সূত্র ধরে পুলিশ প্রাথমিক তদন্তে নির্যাতিত শিশু ও বেকারি মালিককে শনাক্ত করে। বুধবার রাতে ওই বেকারিতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। এদিকে নির্যাতিত শিশুটির পিতা বকুল হোসেন বাদী হয়ে ওই ৩ জনের নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা আসামি হিসেবে গতকাল বৃহস্পতিবার তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় গাংনী থানা পুলিশ।