আলমডাঙ্গায় ইটভাটায় মাটিভর্তি ট্রাক্টর উল্টে দামুড়হুদার বাস্তুপুরের চালক আব্দুল আলিম নিহত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ইটভাটায় মাটিভর্তি ট্রাক্টর উল্টে দামুঢ়হুদার বাস্তুপুরের চালক আব্দুল আলিম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গার হাউসপুর এলাকার আটকপাট নামক স্থানে ইটভাটায় মাটি ফেলতে গেলে এ প্রাণঘাতি দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুরের খোরশেদ আলমের ছেলে আব্দুল আলিম ট্রাক্টরচালক। সে বেশ কিছুদিন ধরে আলমডাঙ্গার হাউসপুর এলাকার আটকপাটের নিকটে অবস্থিত মজিবর রহমানের ইটভাটায় ট্রাক্টরযোগে মাটি সরবরাহ করতো। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্য দিনের মতো ট্রাক্টরচালক আব্দুল আলিম গতকাল বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গার মজিবর মিয়ার ইটভাটায় মাটির ভাড়া মারতে যান। সকাল সাড়ে ৮টার দিকে মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে মাটির গাদায় উঠলে ট্রাক্টরের টলি মাটিতে দেবে উল্টে যায়। এ সময় ইঞ্জিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক আব্দুল আলিম। এ দুর্ঘটনার সংবাদ বাড়িতে জানালে সকালেই স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে লাশ নিয়ে যান। দুর্ঘটনার পর সকল শ্রমিক ইটভাটা ত্যাগ করেন। প্রাণঘাতি এ দুর্ঘটনা সম্পর্কে মুখ খুলতে রাজি হননি কেউ।

এলাকাসূত্রে জানা গেছে, পুরাতন বাস্তুপুরের খোরশেদ আলমের ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে নিহত আব্দুল আলিম সকলের বড়। আব্দুল আলিম ছিলেন বিবাহিত। তার ৩ বছর বয়সী এক শিশুপুত্র রয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আছর জানাজা শেষে গ্রামের গোরস্তানে তার লাশ দাফন করা হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী-সন্তানসহ নিকটতম স্বজনদের বুকফাটা আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।