খবর: (এক প্রেমিকার দুই প্রেমিক, সখি তুমি কার)
পাল্টে গেছে যুগ-জামানা
পাল্টে গেছে যুগ
বুনলে মাঠে কলাই এখন
ফলছে তাতে মুগ।
একখানে আর পেট ভরে না
দুই দু’খানা লাগছে
পরকীয়ার ঠেলায় ঠেলায়
আপন ভাতার ভাগছে।
এক প্রেমিকা দুটো প্রেমিক
মরছে প্রেমের ধাক্কায়,
প্রেমিক দুজন সকাল-বিকেল
একই পথে পাক খায়।
কার হাতে ধরা দেবে
ওই প্রেমিকা জান
ভেবে ভেবে প্রেমিক যুগল
বড্ড পেরেশান।
-আহাদ আলী মোল্লা