হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি অসুস্থ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি কোলকাতার মেডিকা স্পেশালাইজড হাসপাতালে কয়েকদিনের অবজারভেশনে রয়েছেন। গতপরশু তিনি ডিহাইড্রেশনে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক পরিস্থিতির উন্নতি ঘটলেও চিকিৎসকের পরামর্শে পশ্চিমবঙ্গের ওই হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

জানা গেছে, হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি তার স্ত্রীর চোখের চিকিৎসার জন্য গত ৫ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা হন। চোখে সফল অস্ত্রোপচারের পর দেশে ফেরার প্রস্তুতির এক পর্যায়ে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপির উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দেয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি হোটেলে ফেরেন। পরদিন গতপরশু ডিহাইড্রেশনে আক্রান্ত হলে নেয়া হয় মেডিকা স্পেশালাইজড হাসপাতালে।

চিকিৎসকের বরাত দিয়ে হুইপের ছোটভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেছেন, হাসপাতালে নেয়ার পর তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। চিকিৎসকের পরামর্শেই তাকে কয়েকদিনের অবজারভেশনে রাখা হয়েছে।