বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ মেহেরপুর জেলা শাখার কমিটি অনুমোদন

 

মেহেরপুর অফিস: বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, মেহেরপুর জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ ওই কমিটির অনুমোদন দেন। এর আগে ৬ জানুয়ারি মুজিবনগর আম্রকাননে অনুষ্ঠিত সম্মেলন শেষে নকিম উদ্দিনকে সভাপতি ও আফতাব আলী খাঁনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- সহসভাপতি আবুল কালাম আজাদ, নূরুল ইসলাম, মোমিনুল হক, মোদাচ্ছের হোসেন, কাওছার আলী, জহির উদ্দিন, আবুল বাশার, রকিব উদ্দিন, আসাদুল হক আসাদ, খলিলুর রহমান, আহসান হাবীব, শরিফুল হক, ইয়াসিন আলী, আসাদুল ইসলাম লিটন, আবু লায়েছ লাবলু, নূরুল ইসলাম, তন্ময় কুমার, রিজিয়া খাতুন, আব্দুল আওয়াল ও বজলুর রহমান, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সোহেল রানা, মঈন উদ্দিন মিন্টু, সৈয়দ মুনির হোসেন, রমজানুল করিম লেবু, কাজী মাহফুজুর রহমান ও খন্দকার এজাজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আহছানুল হক, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, হাসানুজ্জামান বাবুল ও আমানুজ্জামান লাবলু, অর্থসম্পাদক শাহিন রেজা, প্রচার সম্পাদক মামুনুর রহমান, দফতর সম্পাদক আজিমুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তজিম উদ্দিন, সমাজ ও ধর্ম বিষয়ক সম্পাদক মীর সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা খাতুন, আফরোজা খানম, শাহানাজ ও নূরজাহান খাতুন এবং নির্বাহী সদস্য হলেন আকরাম হোসেন, তরিকুল ইসলাম, সেলিম রেজা, আব্দুল বারী, মানিক মিয়া, জিনারুল ইসলাম, নজরুল ইসলাম, আনিছুর রহমান ও হাসানুজ্জামান। এছাড়া কমিটিকে সহযোগিতার জন্য রয়েছে ২০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি। উপদেষ্টা কমিটি মূল কমিটির সাথে অনুমোদিত হয়েছে।