টেস্টে টাইগার ব্যাটসম্যানদের উন্নতি

 

মাথাভাঙ্গা মনিটর: টেস্ট ৱ্যাঙ্কিঙে টাইগার ব্যাটসম্যানদের উন্নতি হয়েছে। ওয়েলিংটন আর জোহানেসবার্গ টেস্টের পর ৱ্যাঙ্কিঙে ব্যাটসম্যানদের অবস্থান পরিবর্তন হয়। গতকাল মঙ্গলবার সকালে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি নতুন ৱ্যাঙ্কিং প্রকাশ করে। যাতে দেখা যায়, ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসান, তামিম ইকবাল, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও মুমিনুল হকের উন্নতি হয়।
ৱ্যাঙ্কিঙে ২৩তম ব্যাটসম্যান হয়েছেন সাকিব। তার পয়েন্ট ৬৫৯। তার ৮ ধাপ উন্নতি হয়েছে। ক্যারিয়ারে এটাই তার সবোর্চ্চ পয়েন্ট। আর সাকিবের পরেই রয়েছেন মুমিনুল এবং মুশফিক। ৱ্যাঙ্কিঙে এক ধাপ উন্নতিতে মুমিনুল ২৮তম স্থান দখল করেছেন। তার পয়েন্ট ৬৩৬।
অপরদিকে ১০ ধাপ উন্নতি করে ৱ্যাঙ্কিঙে ৩৫তম স্থানে চলে এসেছেন মুশফিক। তার সংগৃহীত রেটিং পয়েন্ট ৫৭২। তবে তামিমও পিছিয়ে নেই। ৬৬৬ পয়েন্ট নিয়ে তিনি টেস্ট ব্যাটসম্যানদের ২০তম স্থান দখল করেছেন। ৱ্যাঙ্কিঙে তার দু ধাপ উন্নতি হয়েছে।

Leave a comment