এক লেনে সাইকেল চালিয়ে বিশ্বরেকর্ড বাংলাদেশের

স্টাফ রিপোর্টার: ১৬ ডিসেম্বর ১১৮৬ জন সাইক্লিস্ট এক লেনে সাইকেল চালিয়ে বিশ্বরেকর্ড করার চেষ্টা করেছিলেন। এবার তাদের প্রয়াসকে বিশ্বরেকর্ড বলে ঘোষণা করলো গিনেজ ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার তাদের ওয়েবসাইটে এই রেকর্ড তুলে ধরা হয়। এর আগের রেকর্ডটি ছিলো যুক্তরাষ্ট্রের একদল সাইক্লিস্টের। ২০১০ সালে যুক্তরাষ্ট্র ৯১৪ জন সাইক্লিস্ট নিয়ে রেকর্ডটি গড়েছিল। ২০১৫-তে এসে বসনিয়া-হার্জেগোভিনা ৯৮৪ জন সাইক্লিস্ট নিয়ে ‘চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারি’র রেকর্ডটি নিজেদের করে নেয়। এবার সেই রেকর্ডটি ভাঙলো বাংলাদেশের বিডিসাইক্লিস্ট গ্রুপ। সাইক্লিস্টদের বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিলো মানিক মিয়া অ্যাভিনিউ থেকে। সকাল সাড়ে আটটায় কয়েকশ সাইক্লিস্ট নিয়ে বিজয় রাইড শুরু হয়। মানিক মিয়া থেকে ফার্মগেট হয়ে বিজয় সরণি, তারপর মহাখালী হয়ে গুলশান, বাড্ডা পেছনে ফেলে ৩০০ ফুটে সমবেত হন সবাই।

সেদিন অবশ্য গিনেসের কোনো প্রতিনিধি ছিলেন না। তবে ছয়টি ক্যামেরার আনকাট ভিডিও, আকাশ থেকে তোলা ছবি, বিডিসাইক্লিস্টসের বাইরে ২৪ জন পর্যবেক্ষক দ্বারা গোটা রাইড পর্যবেক্ষণ করা হয়। এবার গিনেজ কর্তৃপক্ষ থেকে নিশ্চিত করা হলো।