আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক কলম-বিরতি অব্যাহত

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আজিবার রহমানের ওপর সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচারের দাবিতে কলম-বিরতি অব্যাহত রেখে সংগঠিনটি। গত সোমবার থেকে শুরু হওয়া কলম-বিরতিতে ভোগান্তিতে পড়েছে সর্বসাধারণ। এর আগে সংঘঠনের পক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের নিকট স্মরকলিপি প্রদান করা হয়েছে।

জানা গেছে, গত ১০ জানুয়ারি আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক আজিবার রহমান লেখার কাজে ব্যস্ত ছিলেন এ সময় নওদা বণ্ডবিল গ্রামের আমজাদ হোসেনের ছেলে জাহিদুল ইসলামসহ ৪/৫ জন ১ লাখ টাকা চাঁদাদাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে জাহিদুল ইসলামসহ তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে দলিল লেখকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছে। এদিকে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে কলম-বিরতি শুরু করেছে দলিল লেখক সমিতি। এতে ভোগান্তিতে পড়েছে দুর-দুরান্ত থেকে সেবা নিতে আসা সর্বসাধারণ। কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।