সরকারের বাকি সময়টুকু আরও চ্যালেঞ্জিং

 

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের বাকি সময়টুকুকে আরো চ্যালেঞ্জিং উল্লেখ করে সরকারের উন্নয়ন কাজগুলো সম্পন্ন করার জন্য দলের নেতা-কর্মীদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। বর্তমান সরকার ৩য় বছর শেষ করে ৪র্থ বছরের কাজ শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, কাজেই এখনকার পথটা আরো কঠিন পথ। আমাদের যেই কাজগুলো রয়েছে সেগুলো শেষ করতে হবে। যাতে দেশের মানুষ ভাল থাকে। শেখ হাসিনা শনিবার বিকেলে দলের ধানমণ্ডিস্থ কার্যালয়ে এক আকস্মিক সফরে এসে দলের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। আওয়ামী লীগের কর্মীদের একটা কথা মনে সবসময় মনে রাখতে হবে। দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। এই কথা আর চিন্তাটা একজন রাজনীতিবিদের মাথায় থাকলে যেকোনো সাফল্য সে আনতে পারে বলেই আমি বিশ্বাস করি। আওয়ামী লীগের শক্তি সততার শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী এ সময় পদ্মা সেতু নির্মাণে নিজস্ব উদ্যোগ গ্রহণে সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও অভিমত ব্যক্ত করেন।